এশিয়া কাপের ট্রফি ‘গোপন’ জায়গায় লুকিয়ে রেখেছেন নাকভি
এশিয়া কাপ শেষ হয়েছে মাসখানেক আগে। কিন্তু ট্রফি নিয়ে ফাইনালের দিন থেকে যে নাটক শুরু হয়েছে, তা যেন অন্তহীন। সর্বশেষ খবর হচ্ছে, দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সদর দপ্তর থেকে এশিয়া কাপের ট্রফি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আবুধাবির এক অজানা ঠিকানায়, যেটা মহসিন নাকভি ছাড়া আর কেউ জানেন না।

ভারত মনে করে, এপ্রিলে পেহেলগামে যে হামলাকে কেন্দ্র করে মে মাসে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়েছিল, তাতে মদদ ছিল নাকভির। এ কারণে তাঁর কাছ থেকে ট্রফি নিতে চায়নি এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়নরা। খেলা শেষে এ নিয়ে ঝামেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেরি হয়ে যায় প্রায় দেড় ঘণ্টা। ওদিকে নাকভিও নাছোড়বান্দা! নিয়মানুযায়ী এসিসি সভাপতি হিসেবে তাঁরই চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা। ভারত তাতে রাজি না হওয়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর ট্রফি দেওয়া হয়নি, নাকভির নির্দেশে সেটি নিয়ে যাওয়া হয় দুবাইয়ে এসিসির সদর দপ্তরে।
এরপর জল গড়িয়েছে অনেক দূর। নাকভি শর্ত দেন, ট্রফি নিতে হলে ভারতীয় দলের কাউকে এসিসির দপ্তরে এসে নিতে হবে। এশিয়া কাপ ফাইনালের দুই দিন পর এসিসির মুলতবি সভায় ট্রফি প্রসঙ্গটি উঠেছিল, তবে সমাধান মেলেনি। ভারতীয় সংবাদমাধ্যম তখন দাবি করেছিল, ট্রফি না দেওয়ায় নাকভি নাকি ব্যক্তিগতভাবে বিসিসিআই কর্মকর্তাদের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন, তবে নাকভি এক্সে পোস্ট দিয়ে তা অস্বীকার করেন।

এ মাসের শুরুতে নাকভি আবার প্রস্তাব দেন ২০২৫ এশিয়া কাপ ট্রফি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার জন্য একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হোক। যেখানে ভারত অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধিরা তাঁর কাছ থেকে ট্রফি নেবেন।



আপনার মন্তব্য প্রদান করুন...