রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধীদের মানোন্নয়নে কাজ করছেন সেলিম রেজা সমাজকর্মী সাকিলার উদ্যোগে ‘উই ফর ইউ’র ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফল হতে চান? আজ থেকেই শুরু করুন এই ৫ অভ্যাস ধর্ম ও মানব জীবন প্রথমবারের মতো দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের প্রযুক্তি উদ্ভাবন মুসুল্লিদের ৬০ বছরের ভোগান্তির অবসান ঘটাচ্ছেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা ছাত্র ফেডারেশনের ব্যাতিক্রম উদ্যোগ, শিক্ষা সংস্কৃতি ও মানবিকতায় ‘আমাদের ইস্কুল’ প্রতিষ্ঠা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত জনবলসংকটে যমজ সন্তানের বাবা হচ্ছেন রাম চরণ এশিয়া কাপের ট্রফি ‘গোপন’ জায়গায় লুকিয়ে রেখেছেন নাকভি

ধর্ম ও মানব জীবন

বর্তমান সংবাদ ডেস্ক / ১১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

পৃথিবীতে যখন জিন জাতি আল্লাহর নির্দেশ অমান্য করে পাপাচারে লিপ্ত হয়েছিল তখন আল্লাহ মানবজাতি সৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। পৃথিবীর সর্বপ্রথম মানুষ হলেন হযরত আদম (আ.)। হযরত আদম এবং মা হাওয়া থেকে মানুষের বংশবিস্তার। মহান রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে নবী-রাসূলদের উপর বিভিন্ন ধর্মগ্রন্থ নাযিল করেছেন। মানুষকে আল্লাহর এবাদত এবং তার আদেশ-নিষেধ পালনের জন্য সৃষ্টি করা হয়েছে। এটি এক অলৌকিক ও তাৎক্ষণিক সৃষ্টি। যা লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফল নয় বরং আল্লাহর অসীম কুদরতের নির্দেশনা।

ধর্ম হলো অতি প্রাকৃত শক্তির প্রতি বিশ্বাস। মানব জীবনকে সুন্দর ও সার্থক করার জন্য ধর্ম অনুপ্রেরণা হিসেবে কাজ করে। যা মানুষকে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের উপযোগী করে তোলে। বর্ণময় মানব জীবনের কর্মের মধ্যেও আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে। সৃষ্টি জীব কে ভালোবাসা আত্মীয়-স্বজনের হক আদায় করা ভালো কাজের প্রশংসা করা খারাপ কাজ থেকে বিরত থাকা আত্মার শান্তি নষ্ট হয় এমন কাজ না করা যা আল্লাহ পছন্দ করেন। ধর্মীয় অনুশীলন মানুষের চরিত্রকে সমুন্নত করে মানব জীবনকে  সুন্দর করে।

পৃথিবীর জীবনকে শান্তিময় করার জন্য আখেরাতকে ভুলে আমরা ধর্মীয় নির্দেশনা বিরোধী কাজকর্মে নিয়োজিত থাকি। যেমন মানুষের ভালো কাজের মধ্যে ভুল ধরা সব সময় সমালোচনা করা মানুষকে ছোট করা কৃতজ্ঞতা প্রকাশ না করা নিজের ত্রুটিগুলো সম্পর্কে চিন্তা না করা অপরকে ঠকিয়ে নিজেকে বড় করার চেষ্টা ধর্ম এগুলোকে সমর্থন করে না যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়।

দুনিয়ার শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য আমরা কত না শঠতার আশ্রয় গ্রহণ করি। অহরহ মিথ্যা কথা বলা মানুষকে ব্যবহার করে তার নামে মিথ্যা অপবাদ দেয়া অথচ তারা হজ্জ নামাজ রোজা সবই ঠিকঠাক পালন করে। মানুষের কথা বিকৃত করে অন্যের নিকট উপস্থাপন করা মুনাফিকি করা যা আল্লাহ পছন্দ করেন না।এগুলো মানব জীবনের জন্য কল্যাণকর হতে পারে না আল্লাহ বলেন নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের তলদেশে।

পৃথিবীতে অনেক রাজা বাদশা মালিক শোষক শ্রেণী শক্তি প্রয়োগ করে দেশ ও প্রতিষ্ঠান শাসন করেছেন। অনেকে আবার গিরগিটির মতো রং বদলিয়ে বর্ণচোরা সেজে অন্য দলের সাথে মিশে নিজের নীতি নৈতিকতা বিসর্জন দিয়েছেন। মনের মধ্যে হিংস্র মনোভাব পুষে রেখে হাসিমুখে মানুষের ক্ষতি করছেন ।ইহজগতে আপনি মানুষকে ব্যবহার করে রক্ষা পেলেও পরকালে আপনাকে কঠিন বিচারের মুখোমুখি হতে হবে। পৃথিবীর কোন ধর্মই আপনার এই অবস্থানকে ও আচরণকে সমর্থন করে না।

আপনি সুন্দর পোশাক পরিধান করেন মিষ্টি কথা বলেন ক্ষমতায় থেকে মানুষকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছেন মিথ্যা অপবাদ দিয়ে শাস্তি দিয়েছেন হেনস্থা করেছেন প্রতি হিংসা চরিতার্থ করেছেন মানুষকে ঠকিয়ে উৎফুল্ল প্রকাশ করেছেন মনে রাখবেন আপনিও বেশি দিন ওই জায়গায় অবস্থান করবেন না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী যাকে কষ্ট দিয়েছেন তার জন্য আল্লাহ আরও বেশি সম্মান মর্যাদা দান করে থাকেন। আপনি প্রতিপক্ষকে হত্যা করে নিজের সম্রাজ্য পাকাপোক্ত করেছেন। মহান গ্রিক দার্শনিক সক্রেটিসের সেই মহামূল্যবান উক্তিটি আপনার জন্য প্রণিধানযোগ্য। I to die you to live which is better only god knows.

সৎ মানুষের জন্য পৃথিবী কঠিন জায়গা ।সর্বদাই তাদেরকে প্রতিকূল পরিবেশের সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হয় ।অপরদিকে অসৎ লোকেরা সব সময় সঙ্ঘবদ্ধ থাকে। যখন দেখবেন আপনার প্রশংসা বেড়ে গেছে আপনি ভাল কাজ করছেন মানুষ আপনাকে ভালোবাসে তখন আপনার শত্রুতা বেড়ে যাবে। আপনি কাজের মধ্যে ডুবে আছেন আপনার ভুল ত্রুটি হতে পারে। অনেকে এটাকে পুঁজি করে দুর্নাম করে থাকে। অথচ সে নিজে তার সামান্য দায়িত্বটুকুও ঠিকমতো পালন করে না। মনে রাখবেন আজ আপনি যা করছেন কাল তাই ফিরে পাবেন ।এটিই প্রকৃতির নিয়ম।

বর্তমানে রাজনীতিতে সত্য মিথ্যা লড়াই চলছে। কোথায় ধর্ম কোথায় নামাজ রোজা সবকিছুকে বিসর্জন দিয়ে নিজেদের ইচ্ছাকে চরিতার্থ করার জন্য একদল অন্য দলকে গীবত করছেন। ছোট করছেন ধর্মকে ব্যবহার করছেন। ইসলাম ধর্মকে নিজের দলের ম্যানুফেস্ট হিসাবে ব্যবহার করে মানুষের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধর্ম আপনার এ কর্মকাণ্ডকে অনুমোদন করে না। আল্লাহ সর্বশক্তিমান সর্বময় জ্ঞানের অধিকারী। মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাই সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আমাদের প্রিয় ধর্ম ইসলাম যা কোন ব্যক্তি গোষ্ঠী বা দলের নয়। ইসলাম শব্দটিকে ব্যবহার করে আপনি বা আপনারা ইহকাল ও পরকালের জীবনকে বিসময় করে তুলবেন না। মনে রাখবেন আল্লাহ গীবতকারীর শিরককারীর গুনাহ ক্ষমা করেন না এবং মুনাফিকদের স্থান জাহান্নামের তলদেশে।

পবিত্র কুরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। সর্ব শ্রেণীর মানুষের নিকট এটি একটি জীবন বিধান। যে ধর্মগ্রন্থকে রিসার্চ করে পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা আল্লাহর সৃষ্টি রহস্য উদঘাটনে অহর্নিশি পরিশ্রম করে যাচ্ছেন। নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীলতা  থেকে  দূরে রাখে। আপনি নামাজ পড়ছেন সেজদায় গিয়ে কপালে কালো দাগ করে ফেলেছেন। নামাজে দাঁড়িয়ে আল্লাহকে যা বলেন পৃথিবীর কর্মকান্ডে তার প্রতিফলন নাই। সারাদিন আঙ্গুল গুনে দোয়া-দরুদ পড়ছেন কিন্তু আপনার মন পরিষ্কার নয়। অপরের ভালো কাজে ঈষান্বিত হচ্ছেন। নিজে ভালো কাজ করার চেষ্টা না করে তার বিরোধিতা  করছেন। আপনি নামে মুসলমান ধর্মে ও কর্মে মুসলমান নন।

পৃথিবীতে ৪৩০০ টি ধর্ম রয়েছে। যার মধ্যে প্রধান ধর্ম চারটি। সব ধর্মই মিথ্যা কথা বলা পাপ কাজ করা মানুষকে অনিষ্ট করা পছন্দ করে না। কোন মুসলমান যেমন মন্দিরে যেয়ে মন্ত্র পাঠ করবে না তেমনি কোন হিন্দু মসজিদে যেয়ে আজান দিবে না। প্রত্যেক মানুষ যদি তার ধর্মের দর্শন আদর্শ রীতিনীতি বিধি নিষেধ মেনে চলে তাহলে মানবজীবন হবে মঙ্গলময় শান্তিময় ও নিরাময়। জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর। আল্লাহ বলেন আমার সৃষ্টি জীবকে ভালোবাসো ।আমার সৃষ্টি জীবের ভালবাসার মধ্যে তোমরা আমার ভালবাসা খুঁজে পাবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর