নারায়ণগঞ্জই দেশের অর্থনীতির হৃদস্পন্দন : মাসুদুজ্জামান মাসুদ
 
						“নারায়ণগঞ্জ কেবল শিল্প ও ব্যবসার শহর নয়, এটি বাংলাদেশের অর্থনীতির হৃদস্পন্দন”- এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সম্মিলিত নারায়ণগঞ্জ ব্যবসায়ী সমাজের উদ্যোগে “ব্যবসায়ী নেতৃবৃন্দের ভাবনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন: নারায়ণগঞ্জ-৫” শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ ক্লাবের ক্লাব ক্যাফেটেরিয়ায়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হোসিয়ারী সমিতি অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদু।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা শুধু কর্মসংস্থানই সৃষ্টি করেন না, তাঁরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ব্যবসায়ীদের স্বার্থরক্ষা মানেই স্থানীয় অর্থনীতি ও জনগণের কল্যাণ নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে আসন্ন জাতীয় নির্বাচন হবে নারায়ণগঞ্জের পরিবর্তনের নির্বাচন। ন্যায্যতা, টেকসই উন্নয়ন ও জনগণের প্রত্যাশার নতুন অধ্যায়ের সূচনা ঘটবে।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ীদের দায়িত্ব ও ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নারায়ণগঞ্জের শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানের ধারাবাহিকতা রক্ষায় ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন- নিটিং অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবু তাহের শামীম, শহীদ জিয়া স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও ব্যবসায়ী দুলাল মল্লিক, হোসিয়ারী সমিতির সাবেক সহ-সভাপতি ও বিকেএমইএ’র পরিচালক জি. এম. হায়দার বাবুল, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক ও জে. এম. এ. সভাপতি সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবাণী শংকর রায়, এফসিসিআইসি সদস্য ও ক্লোথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর সাহা প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, তরুণ উদ্যোক্তা, সমাজকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


 
												                                            


 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										
আপনার মন্তব্য প্রদান করুন...