সমাজকর্মী সাকিলার উদ্যোগে ‘উই ফর ইউ’র ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
সিদ্ধিরগঞ্জ থানার ৮নং ওয়ার্ডের গোদনাইল ইসলাম নগর এলাকায় সমাজকর্মী সাকিলা ইসলামের উদ্যোগে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর ইউ’-এর সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলে। এতে স্থানীয় শিশু, নারী ও পুরুষদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।
কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য আবুল বাশার বাদশা। রক্তের গ্রুপ নির্ণয়ের কাজটি সম্পন্ন করে কোয়ান্টাম ল্যাব টেকনোলজিস।
এ সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিটের সভাপতি আল আমিন বাপ্পি, সাধারণ সম্পাদক হাসান রাজা রাজ, নারায়ণগঞ্জ ইউনিটের সভাপতি সাইফুল ইসলাম রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ, সাংগঠনিক সম্পাদক নুরু নবী, শিক্ষা বিষয়ক সম্পাদক মাসরু ও সদস্য শরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।




আপনার মন্তব্য প্রদান করুন...