রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জই দেশের অর্থনীতির হৃদস্পন্দন : মাসুদুজ্জামান মাসুদ সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধীদের মানোন্নয়নে কাজ করছেন সেলিম রেজা সমাজকর্মী সাকিলার উদ্যোগে ‘উই ফর ইউ’র ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফল হতে চান? আজ থেকেই শুরু করুন এই ৫ অভ্যাস ধর্ম ও মানব জীবন প্রথমবারের মতো দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের প্রযুক্তি উদ্ভাবন মুসুল্লিদের ৬০ বছরের ভোগান্তির অবসান ঘটাচ্ছেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা ছাত্র ফেডারেশনের ব্যাতিক্রম উদ্যোগ, শিক্ষা সংস্কৃতি ও মানবিকতায় ‘আমাদের ইস্কুল’ প্রতিষ্ঠা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত জনবলসংকটে যমজ সন্তানের বাবা হচ্ছেন রাম চরণ

সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধীদের মানোন্নয়নে কাজ করছেন সেলিম রেজা

বর্তমান সংবাদ ডেস্ক / ৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধীদের মানোন্নয়নে কাজ করছেন সেলিম রেজা

“আমরা কারো বোঝা নই, আলোকিত জীবন চাই”- এই শ্লোগানকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের গোদনাইল মধুগড় এলাকায় এস. এম. সেলিম রেজা প্রতিষ্ঠা করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন বর্তমানে প্রায় ১৫০ জন সদস্য নিয়ে কাজ করছে প্রতিবন্ধীদের মানোন্নয়ন ও কল্যাণে।

পেশায় শিক্ষক সেলিম রেজা নিজের তিন শতাংশ জমিতে বাড়ি নির্মাণ করে সেখানে ছয়টি সেমিপাকা কক্ষ তৈরি করেছেন। এর মধ্যে দুই কক্ষে পরিবার নিয়ে বসবাস করলেও বাকি চারটি কক্ষ তিনি প্রতিবন্ধী শিশুদের পাঠদান ও সংগঠনের কার্যক্রমের জন্য উন্মুক্ত রেখেছেন।

সংস্থার উদ্যোগে পরিচালিত ফ্রি স্কুলে প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ৫০ থেকে ৬০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী পড়াশোনা করে। শুধু পাঠদানই নয়, ক্লাস শেষে শিক্ষার্থীদের বিনামূল্যে রান্না করা খাবারও পরিবেশন করা হয়।

সেলিম রেজা জানান, “আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি। এখন প্রাইভেট পড়িয়ে যা উপার্জন করি, তার বেশির ভাগই ব্যয় করি এই স্কুলের জন্য। সরকারি দপ্তর ও কিছু ব্যক্তি পর্যায় থেকে সহায়তা পাই বটে, কিন্তু তা দিয়ে পুরো কার্যক্রম চালানো সম্ভব হয় না। অনেক সময় ধার-দেনা করেও স্কুল চালিয়ে যেতে হয়।”

তিনি আরও জানান, বরিশালেও তাঁর প্রতিষ্ঠিত একটি প্রতিবন্ধী স্কুল রয়েছে, যা তাঁর তত্ত্বাবধানেই পরিচালিত হয়।

সেলিম রেজা বলেন, “আমি আশা করি, সমাজের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিরা যদি এই মানবিক কাজে পাশে আসেন, তাহলে আরও অনেক প্রতিবন্ধী শিশু আলোকিত জীবনের স্বপ্ন দেখতে পারবে।”

তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য আবুল বাশার বাদশা সবসময় আমার পাশে থেকে সহযোগিতা করেছেন। তিনি আর্থিক সহায়তার পাশাপাশি শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থাও করেন।”

শেষে সেলিম রেজা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানিয়ে বলেন, “আপনিও আশার আলো হয়ে আমাদের পাশে দাঁড়ান। প্রতিবন্ধী মানুষের কল্যাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিন- তবেই তাদের জীবন হবে আলোকিত।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর